সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বহিরাগত ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দুই সাংবাদিকের উপর ছাত্রলীগ ক্যাডার কর্তৃক হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম’।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন টিভি চ্যানেল, জাতীয় দৈনিক, অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহানা শিউলি, ঢাকাস্থ নোয়াখালী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান রুবেল, আরটিভির ফারুক খান, শাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আশরাফ কবীর, সমকালের রমাপ্রসাদ বাবু, যুগান্তরের নাঈমুল করীম নাঈম ও আবু তাহের টোটন।
কর্মসূচিতে সংহতি জানান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, এনজেএফ’র সহ সভাপতি ফিরোজ আলম মিলন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মওদুদ আহেম্মেদ সুজন, চ্যানেল ২৪’র সাংবাদিক ফারুক মেহেদী এবং এসএ টিভির মুস্তফা মনওয়ার সুজন।
এ সময় সাংবাদিকরা শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাসের উপর হামলায় অভিযুক্ত শাবি ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ জড়িত নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কারের দাবি জানান।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৭/এনায়েত করিম