আগামি রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়কে ১৩ দফা প্রস্তাবনা দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।
সোমবার দুপুরে চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ক্যাব মেয়রকে প্রস্তাবগুলো দেন। সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
প্রস্তাবনা উপস্থাপন করেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী। উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ওয়ার্ড কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, আঞ্জুমান আরা, সাইফুদ্দিন খালেদ, বেবি দোভাষ, ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক এ এম তৌহিদুল ইলসাম প্রমুখ।
১৩ দফা প্রস্তাবনার মধ্যে আছে, আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে খুচরা ও পাইকারী ব্যবসায়ীসহ ট্রেড বডির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন। বাজার তদারকি, খাদ্যে ভেজাল, নকল, মাছ, মাংশ ও ফলমুলে ফরমালিনসহ বিভিন্ন ক্যামিকেল মিশ্রণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। চসিক পরিচালিত নিরাপদ খাদ্য পরীক্ষাগার পরিচালনায় ক্যাবের অংশগ্রহণ নিশ্চিত করা। ওয়ার্ড কাউন্সিলর পর্যায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ নিয়ে সচেতনতামুলক কর্মসূচির আয়োজন করা। চসিক পরিচালিত মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করা। চসিকের ২১ বাজারে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি, যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা বাড়ানো। চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহে অভিভাবক ফোরাম গঠন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানসমুহের মাঝে নিয়মিত সংলাপের আয়োজন। ভোক্তাদের সচেতন করার জন্য ক্যাব-চসিক যৌথভাবে বিভিন্ন প্রচারণা কর্মসুচি গ্রহণ করা।
এ সময় মেয়র সময় মত এসব প্রস্তাবনা বাস্তবায়ন করার ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন