সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
সভায় বক্তারা বলেন- আমাদের মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব ছিল অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার শপথ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাত্রা শুরু করেছিল। মহান মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্বের কাছে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থী ব্যবস্থাপনা ও যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর পাশে দাঁড়ানোসহ অনেক গুরুত্বপূর্ণ ও কঠিন কাজ করেছিল মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে নতুন প্রজন্মের কাছে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরার তাগিদ দেন বক্তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন