রাজধানীর বাড্ডা থানা এলাকায় মাটি ভরাটের কাজ করার সময় তিনটি গ্রেনেড ও দেড় শতাধিক গুলি পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় আফতাব নগরের কাছে ত্রিমোহনী নামে ওই এলাকায় তিনটি গ্রেনেড ও দেড় শতাধিক গুলি পাওয়া গেছে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, আবাসিক ভবন নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ চলছিল। এজন্য বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে মাটি এনে এখানে ফেলা হচ্ছে। আজ সেখানে শ্রামিকরা মাটি সমান করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড ও গুলি পায়। পরে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে আনে।