রাজধানীতে অভিযান চালিয়ে জাল নোট তৈরি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকদের বিষয়ে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিবি।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম