ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় নিজ বাড়ি থেকে আজ সকালে বাছির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাছির উদ্দিনের দুইবার স্টোকে আক্রান্ত হয়েছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ পিয়াল জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে বলা যাবে, এটা হত্যা না আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার