সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের খাসিপাড়া গ্রামে স্ত্রীকে খুনের দায়ে স্বামী আবদুল হান্নানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসমানীনগর থানার ওসি শহিদ উল্লাহ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হেনি বেগমকে (৫০) হত্যার দায় স্বীকার করেছেন আবদুল হান্নান।
এর আগে, মঙ্গলবার সকালে হেনি বেগমের ছেলে নাহিন মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাবা আবদুল হান্নানকে একমাত্র আসামি করেন নাহিন। মামলার পরেই গ্রেফতার হন আবদুল হান্নান।
প্রসঙ্গত, পারিবারিক ঝগড়ার জের ধরে গত মঙ্গলবার সকালে আবদুল হান্নান তার স্ত্রী হেনি বেগমের মাথায় দা দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন হেনি বেগম।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব