সিলেট সদর উপজেলার আখালিয়াস্থ সোনালী আবাসিক এলাকায় টিলা কাটার দায়ে হুমায়ুন কবির চৌধুরী নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। এছাড়া ইভটিজিংয়ের দায়ের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি জানান, যুক্তরাজ্য প্রবাসী হুমায়ুন কবির চৌধুরী অবৈধভাবে টিলা কাটছিলেন। বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আখালিয়ায় সুবীর চন্দ্র দাস শিপু (৪০) নামের এক ব্যক্তিকে ইভটিজিংয়ের দায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাবি জানান, অনার্স পড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন সুবীর চন্দ্র। তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।