বনানী থানায় ধর্ষণ মামলায় জবানবন্দী দিচ্ছে ঘটনার শিকার বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষার্থী। সোমবার সকালে তাদের জবানবন্দী রেকর্ড করার অনুমতি দেন ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান।
সকাল সাড়ে ১১ টার থেকে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন শিক্ষার্থীদের জবানবন্দী রেকর্ড করছেন।
উল্লেখ্য, ২৮ মার্চ দি রেইন ট্রি হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েই বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ে পড়া দুই ছাত্রী। এ ঘটনায় গত ৪ মে ভুক্তভোগী ওই দুই তরুণী বনানী থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হয় ৬ মে। ভুক্তভোগী তরুণীদের একজন বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের মধ্যে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হোসাইন জনির ছেলে সাদমান সাকিফ এবং ধনাঢ্য ঘরের নাঈম আশরাফ রয়েছেন। তবে নাঈমের বাবার নাম নিশ্চিত হতে না পারলেও তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ বলে নিশ্চিত হয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা।
গত ৭ মে থেকে সাফাতসহ পাঁচ আসামি একে অন্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। ফলে তাদের অবস্থান শনাক্তে বেগ পেতে হচ্ছে। বনানীর ‘দি রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের ঘটনায় করা মামলার ৯ মে বিকালে তদন্তভার পায় পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পরিদর্শক ইসমত আরা এমি।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৭/ফারজানা