অবৈধভাবে পানি বাজারজাত ও ব্যবসা বন্ধে আজ রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমীনের নেতৃত্বে এ পরিচালিত হয়। বিএসটিআইর অনুমোদন ছাড়া পানি বাজারজাত করায় অভিযানে সাতজনকে সাত হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাদের সাতদিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমীন জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করা অবৈধ।অভিযানে চায়ের দোকান ও পিকআপ ভ্যান থেকে বিএসটিআইর অনুমোদনহীন ও অপরিষ্কার পানির চারশ' প্লাস্টিকের জার জব্দ করা হয়। পরে পানিসহ জারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করে ময়লা জারে বাজারজাত করায় তাদের জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার