বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ভিশন ২০৩০ ঘোষণা করেছে তা বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আজ রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের সব ফর্মূলা নকল করে নিজেদের বলে চালিয়ে দেয়। বিএনপির কখনও আওয়ামী লীগকে অনুসরণ করার দরকার হয় না। আওয়ামী লীগ বরাবরই বিএনপিকে অনুসরণ করছে। প্রেসিডেন্ট জিয়াকে অনুসরণ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার