রাজধানীর উত্তরখান এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে সৎ বাবা শেখ আয়নুল হককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে পরীক্ষার জন্য আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন পুলিশসহ স্বজনরা। এর আগে গতকাল বুধবার দুপুরের দিকে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে শিশুটি মা জানান, প্রথম স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর গত ১৫ মাস যাবৎ শেখ আয়নুল হক নামে এই ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। আয়নুল হকের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বুধবার দুপুরে আমি বাসায় না থাকায় তার সৎ বাবা আমার মেয়েকে ধর্ষণ করে।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা নিজেই বাদী হয়ে বর্তমান স্বামী আয়নুল হকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে আয়নুল হককে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার