রাজধানীর বনানীতে আবাসিক হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গত রাতে সিলেট থেকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) হেফাজতে তাদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-কমিশনার (ডিসি) ফরিদা ইয়াসমিন বলেন, তাদেরকে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাবাসাবাদ শেষে আজই তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে নেওয়া হতে পারে।
গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় মামলা করেন নির্যাতনের শিকার এক তরুণী। এ ঘটনা প্রকাশ্যে আসতেই সারা দেশ ক্ষোভে ফেটে পড়ে। বিভিন্ন স্থানে মানুষ বিক্ষোভ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ফেসবুকে বইছে প্রতিবাদের ঝড়।
মামলার পাঁচ আসামির মধ্যে সাফাত (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে এবং সাদমান (২৪) পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে। এই মামলার অন্য তিন আসামি হল, সাফাতের আরেক বন্ধু নাঈম আশরাফ (প্রকৃত নাম হাসান মো. হালিম), সাফাতের দেহরক্ষী ও গাড়িচালক। অন্য আসামিরা পলাতক আছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ