ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি'র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ১২৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪৭৬ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৯৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত