রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আহমদ আলী মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু ও তৌহিদ আল হাসান তুহিন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদীন, রাবি ছাত্রলীগের সাবেক নেতা সরদার মাহমুদ হাসান রুবেল, তাজমহল হিরোক, খালিদ হাসান নয়ন, সাদেকুল ইসলাম স্বপন, এমবি আমিন, সৈকত আলী, তন্ময় আনন্দ অভি, শফিক, সব্যসাচী লিটু, ইশরাত জাহান (নিপা), কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত রবিবার (৭ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য পদে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। এর আগে তিনি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/এনায়েত করিম