বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভিশন-২০৩০ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ফ্লাটফর্ম বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ বুধবার সেগুনবাগিচাস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
কামরুল বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে এটা তারা আগে থেকেই ফ্লাটফর্ম তৈরি করছে। বাংলাদেশের মানুষ আর বোকা নয়, যে তাদের আবার ভোট দিবে। মানুষ এখন উন্নয়নের কথা ভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া যে দেশের উন্নয়ন হবে না তাও দেশের মানুষ জানে।
তিনি বলেন, খালেদা জিয়ার ভিশন ২০৩০ ধাপ্পাবাজির-ভেলকিবাজি। এই সব করে বিএনপি জনগণের কাছে পৌঁছাতে পারবে না। তাদের ভেলকিবাজি দেশের মানুষ বুঝে ফেলেছে।
খাদ্যমন্ত্রী বলেন, আমাদের টার্গেট ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত হওয়া। এখন আমাদের দায়িত্ব, দেশের মানুষকে নিরাপদ খাদ্যপ্রাপ্তির যে অধিকার সেটা নিশ্চিত করা। একসময় বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ, অভাবের দেশ, মঙ্গার দেশ, দুর্ভিক্ষের দেশ। কিন্তু এখন আর সে অবস্থা নেই। দেশের ১৬ কোটি মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/এনায়েত করিম