হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ সৌরভ মণ্ডল নামে এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালালে অবতরণের পর তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রেভেন্টিভ টিম।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সৌরভ মণ্ডল সন্ধ্যায় শাহজালালে নামলে তার কাছে স্বর্ণ আছে বলে গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলে গতিরোধ করা হয়। এসময় স্বর্ণ থাকার কথা জানতে চাইলে সৌরভ অস্বীকার করেন।
পরে তার দেহে তল্লাশি চালিয়ে জুতার মধ্য থেকে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়, এ বারগুলোর ওজন দেড় কেজি। এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন