চট্টগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। একই ঘটনায় আরো চার জন মারাত্বক ভাবে আহত হয়েছেন। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে ফটিকছড়ির বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চট্টগ্রাম প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআই’র পিয়ন সাইফুল এবং গাড়ি চালক আলী হোসেন।
ফটিকছড়ি থানা পুলিশ জানায়, শনিবার সকালে খাগড়াছড়িতে একটি অনুষ্টানে যোগ দিতে যাচ্ছিলের ফজলুর রহমান। এসময় তার সফর সঙ্গী হয় চট্টগ্রাম থেকে আরো কয়েকজন। তাদের বহনকারী মাইক্রোবাস ফটিকছড়ির বারৈয়ারহাট এলাকায় আসলে একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্বক ভাবে আহত হন ৫ জন। তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ফজলুরকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ১৩ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩