রাঙামাটির একটি সুগারমিলের শ্রমিক মো. সুমন। পরিবার বসবাস করেন নগরীর আমবাগান এলাকার একটি বস্তিতে। ছুটি নিয়ে যখন রাঙামাটি থেকে বাড়িতে আসতেন তখন শরীরে বিশেষ কায়দায় নিয়ে আসতেন চোলাই মদ। এভাবে বেশ কয়েকবার রাঙামাটি থেকে নিয়ে আসেন মদ। অবশেষ গত শনিবার দুপুরে নগরীর অক্সিজেন এলাকা থেকে চোলাই মদসহ সুমনকে গ্রেফতার করে বায়েজীদ থানা পুলিশ। এসময় তার শরীরে বিশেষ কায়দায় বাঁধা ১৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রাঙামাটিতে একটি সুগারমিলে শ্রমিক হিসেবে চাকুরির সুবাধে তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মাদক ব্যবসায়ীদের। এসময় সে হয়ে যায় চোলাই মাদকের বাহক। এভাবে বিশেষ কায়দায় রাঙামাটি থেকে বেশ কয়েকবার নিয়ে আসে মাদক। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ