বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ সিলেটে গ্রেফতার হয়েছে। সিলেট নগরীর জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট পাঠানটুলা এলাকার রশিদ মঞ্জিল থেকে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
সিলেটের কোনো হোটেল ও রিসোর্টে আশ্রয় না পেয়ে তারা ওঠেছিল মদিনা মার্কেটের ওই বাসায়। খলিলুর রহমান মাসুম নামে এক হোটেল ব্যবসায়ী তাদেরকে ওই বাসায় নিয়ে যান। বাসার মালিক যুক্তরাজ্য প্রবাসী মামুনুর রশীদ মাসুমের বন্ধু বলে জানিয়েছেন বাসার কেয়ারটেকার নুরুন্নবী। মাসুম সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর মালিক বলে জানা গেছে।
রশিদ মঞ্জিলের মালিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মামুনুর রশীদ। মামুন সপরিবারে যুক্তরাজ্যে থাকেন। বাসায় থাকেন তার মা। শবে বরাত উপলক্ষে গ্রামের বাড়িতে ছিলেন তার মা।
বাসার কেয়ারটেকার নুরুন্নবী জানান, গত বুধবার রাত ১১টার দিকে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে নিয়ে বাসায় আসেন শেখঘাটের খলিলুর রহমান মাসুম। পেশায় হোটেল ব্যবসায়ী মাসুম বাসার মালিক মামুনের বন্ধু। তিনি দুইতলার একটি কক্ষে থাকার ব্যবস্থা করে দেন তাদেরকে। পরদিন রাতে সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
নুরুন্নবী জানান, বাসায় আশ্রয় নেয়া যুবকরা যে ধর্ষণ মামলার আসামি সেটা কেউ জানতো না। তবে বাসায় আসার পর ওই দুই যুবক বাইরে বের হননি। পুলিশ তাদেরকে গ্রেফতারের পর তিনি জানতে পারেন ওই দুই যুবক একটি ধর্ষণ মামলার আসামি। গ্রেফতার হওয়া সাফাত ব্যবসায়ী মাসুমের সম্পর্কে ভাগ্নে এটাও তিনি জানতে পারেন পুলিশের অভিযানের পর।
ধর্ষণ মামলার আসামিদের আশ্রয়দাতারা শেষ পর্যন্ত ফেঁসে যেতে পারেন বলে মনে করছেন সিলেটের সচেতন মহল। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, অপরাধীদের আশ্রয় দেয়াও অপরাধ। প্রয়োজন হলে মামলার তদন্ত সংস্থা বা তদন্তকারী কর্মকর্তা আসামিদের আশ্রয়দাতাদের গ্রেফতার করতে পারেন। তবে মামলা যেহেতু ঢাকার বনানী থানায়, তাই তারাই এ সিদ্ধান্ত নেবে।
দুই ধর্ষককে আশ্রয়দাতা সিলেট নগরীর শেখঘাট শুভেচ্ছা ৩২৪ নম্বর বাসার খলিলুর রহমান মাসুমকে বাসায় গিয়ে পাওয়া যায়নি। ধর্ষকদের আশ্রয় দেয়ার ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেছে। আইন অনুযায়ী বিষয়টি ফয়সালা হবে।’
রশিদ মঞ্জিলে তিনি আসামিদের নিয়ে গেছেন কেয়ারটেকারের এমন বক্তব্যের জবাবে বলেন, ‘কেয়ারটেকার যে বক্তব্য দিয়েছে তা তার নিজস্ব। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।’
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/এনায়েত করিম