চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার অক্সিজেন মোড় এলাকা থেকে আজ দুপুরে বিশেষ কৌশলে রাখা মদের বোতলসহ সুমন নামের (১৯) এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সুমন কুমিল্লার বি-পাড়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। তার পরিবার বর্তমানে নগরীর আমবাগান এলাকায় থাকে।
জানা যায়, শার্ট-প্যান্ট পরা সুমনকে দেখে বুঝার উপায় ছিল না, তার শরীরের সঙ্গেই বাঁধা আছে ভারি কিছু। তবে শার্ট-প্যান্ট খুলতেই দেখা গেল তার পেট ও পায়ের দুই জায়গায় টেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো বোতলবন্দি ১৫লিটার চোলাই মদ।
বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন রাঙামাটি থেকে চোলাই মদ এনে নগরীর আমবাগান-টাইগারপাস এলাকায় বিভিন্ন জনের কাছে বিক্রি করতো। আজ ১৫ লিটার মদ নিয়ে সে রাঙামাটি থেকে চট্টগ্রাম নগরীতে আসতেছিল। এসময় অক্সিজেন এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশের টিম তাকে তল্লাশি করলে বিশেষ কৌশলে শরীরের সঙ্গে বাধা ১৫লিটার মদ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার