সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে বিস্ফোরক উদ্ধার ও অভিযান চলাকালে অদূরে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা মামলা দুটির অগ্রগতি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ রবিবার বিষয়টি নিশ্চিত করে পিবিআইয়ের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান জানান, ‘পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে আতিয়া মহলের মামলা দুটি পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। মামলা দুটি নিয়ে সোমবার গণমাধ্যমে প্রেসবিফ্রিং করা হবে, তখন সবকিছু জানানো হবে।’
গত ২৩ মার্চ দিবাগত রাত থেকে আতিয়া মহল ঘিরে শুরু হয় পুলিশের তৎপরতা। ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়ি রাতেই ঘিরে ফেলা হয়। ২৪ মার্চ বিকেলে পুলিশ, র্যাবের সাথে যোগ দেয় স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) টিমের সদস্যরা। ২৫ মার্চ সকাল থেকে ভবনে ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা। অভিযান চলাকালেই ওইদিন সন্ধ্যায় আতিয়া মহলের প্রায় আড়াইশ’ গজ দূরে প্রচ- শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এর কিছু সময় পর আরেক দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও তিনজন নিহত হন। নিহতদের মধ্যে র্যাবের গোয়েন্দা প্রধান এবং দুই পুলিশ কর্মকর্তাও ছিলেন। বাকিদের মধ্যে ২ জন ছাত্রলীগ নেতাও ছিলেন। গত ২৮ মার্চ শেষ হয় সেনা কমান্ডোদের অভিযান।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/এনায়েত করিম