আওয়ামী লীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
বুধবার বিকেলে তার কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত করা হয়। পরে বোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবুল কালাম আজাদ তাকে লাঞ্ছিতের কথা স্বীকার করে বলেন, ‘তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আমার উপর হামলার ঘটনা ঘটেছে।’
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, বুধবার বিকেল ৫টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকির নেতৃত্বে ১০-১২ জন আওয়ামী লীগ কর্মী চেয়ারম্যানের কক্ষে যান। এরপর তারা বগুড়ার গাবতলী উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজের সভাপতির পক্ষে একটি চিঠিতে স্বাক্ষরের জন্য চাপ দেন। চেয়ারম্যান তাতে রাজি না হলে তার উপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসময় চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে তারা মারধরও করে। বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে আসলে তারা চলে যায়।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমান উল্লাহ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযোগ করলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।