শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মুস্তাকিন রাজ্জাক মামুন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের তড়িৎ প্রকৌশল বিভাগের অনিয়মিত শিক্ষার্থী।
তার বাসা সিলেটের পুরাতন মেডিকেল রোডে। বাবা আব্দুর রাজ্জাক এবং মা হোসনে আরার উভয়ই পেশায় ডাক্তার।
জানা যায়, বুধবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জের কালাকাঠি এলাকার রেল লাইনের পাশের ডোবা থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মামুন গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি। তারা এটাকে হত্যা হিসেবে দাবি করছেন।