খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করায় নগরীর কাজীর দেউড়ি বাজারে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ছোলার দাম বেশি রাখায় বাজারের অনেক দোকান মালিককে দাম কমিয়ে রাখতে সর্তক করে দেন আদালত। অভিযুক্ত মাংস বিক্রেতার নাম মোহাম্মদ মোশাররফ। বুধবার দুপুরে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলী নেতৃত্ব দেন।
তিনি জানান, ওই মাংস বিক্রেতা টাঙানো মূল্য তালিকায় কেজি প্রতি গরুর মাংসের দাম ৬০০ টাকা রাখলেও বিক্রি করছিলেন ৬৫০ টাকা করে। অবশ্য পার্শ্ববর্তী দোকানে হাঁড়ছাড়া গরুর মাংস ৬০০টাকা করেই বিক্রি হচ্ছিল। পাশাপাশি মুদির দোকানগুলোতে কেজিপ্রতি ছোলার দাম ৮৮ টাকা করে বিক্রি হচ্ছিল। দোকানদারদের প্রতিকেজি ছোলা খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে ৮২ টাকা করে কিনতে হয়েছে বলে রশিদে পাওয়া গেছে। দোকানদারদের প্রতি কেজিতে আরো দুই টাকা কমিয়ে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ