সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বাদশা মিয়া সড়কের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় একটি ট্রাক তাকে চাপা দেয়।
জানা গেছে, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসা থেকে বেরিয়ে বাদশা মিয়া রোডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন জালাল উদ্দিন। এ সময় ঢালু সড়ক বেয়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে ২০ মিনিট পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ