৭ মাস বয়সী দুই যমজ শিশুর জন্য খাবার আনতে স্থানীয় বাজারে গিয়ে গণধর্ষণের পর খুন হলেন এক মা। সিলেটের বালাগঞ্জে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে নিহত সাফিয়া বেগমের (২৭) লাশ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারের পাশে একটি পুকুর পাড় থেকে উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ।
সাফিয়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর লামাপাড়া গ্রামের খাছিম উল্লার মেয়ে এবং কলুমা গ্রামের পংকি মিয়ার স্ত্রী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত গৃহবধূ চার সন্তানের জননি। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী বালাগঞ্জ থানার এসআই সাদিকুর রহমান জানান, তার নাক, মুখ ও গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল।
খবর পেয়ে বুধবার বিকেলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবির আহমেদ, বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ