সম্মেলন আয়োজন নিয়ে যেন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট জেলা ছাত্রলীগ। টানা তিনবার জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পিছিয়েছে। তাই সম্মেলন হওয়া নিয়ে সিলেটের অনেক নেতাকর্মী সংশয় প্রকাশ করেছেন। যদিও এবার ঈদের পর সম্মেলন হবে বলে জানিয়েছেন নেতারা।
সিলেট জেলা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। তবে ওই তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। স্থগিত করা হয় ঐদিনের সম্মেলন। পরে দ্বিতীয় দফায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখাকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে গত ১৮ মার্চ সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বিজ্ঞপ্তিতে সম্মেলন আয়োজনের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে টানা দ্বিতীয়বারের মতো সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পিছিয়ে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ২২ এপ্রিল। এই তারিখেও হয়নি জেলার সম্মেলন। কিন্তু অন্যবারের মতো এবারে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে কোনো নির্দেশনা না আসায় হতাশায় ভোগছেন পদ প্রত্যাশী নেতাকর্মীরা।
তবে সিলেট ছাত্রলীগের দ্বায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, রমজানের ঈদের পর জেলা ছাত্রলীগের সম্মেলন হতে পারে।
জেলা ছাত্রলীগের সম্মেলন বার বার স্থগিতের বিষয়ে সভাপতি শাহরিয়ার আলম সামাদ জানান, ‘বিভিন্ন ইস্যু থাকার কারণে আগের দুইবার কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত করে। তৃতীয়বার বিয়ানীবাজার নির্বাচন এবং এইচএসসি পরীক্ষা চলমান থাকার কারণে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে রমজান মাসের ঈদের পর কিংবা আগামী শোকের মাস আগস্টের পরে কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা অনুযায়ী যে কোনো দিন হতে পারে জেলা ছাত্রলীগের সম্মেলন।’
কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিবাবক উল্লেখ করে তিনি জানান, শিগগিরই কেন্দ্রের সাথে আলোচনা করে ঈদের পর পরই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। সে তারিখে অবশ্যই সফল সম্মেলন উপহার দেয়া হবে।
জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে পদপ্রত্যাশীর ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ বিশাল বড় একটা সংগঠন। শতভাগ নেতাকর্মী কমিটির উপর সন্তুষ্ট নাও থাকতে পারেন। ৯০ ভাগ নেতাকর্মী আমাদের উপর সন্তুষ্ট, ৫ থেকে ১০ ভাগ অসন্তুষ্ট থাকতেই পারেন।’
জানা যায়, প্রথম দুইবার সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণা করলেও তৃতীয় বারের পর কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে নতুন করে কোন নির্দেশনা দেওয়া হয়নি। আর এতে সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশী নেতাকর্মীরা ক্ষোভ এবং হতাশায় ভোগছেন। তারা শিগগিরই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপে নতুন কমিটি ঘোষণারও দাবি জানান। তবে, শিগগিরই তারিখ ঘোষণা হতে পারে এমন গুঞ্জনে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা রীতিমতো নড়েচড়ে বসেছেন। শুরু হয়ে গেছে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ। জেলা ছাত্রলীগের ভাইটাল (সভাপতি-সাধারণ সম্পাদক) পদে আসীন হতে আশাবাদী অনেকেই।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৭/এনায়েত করিম