ঢাকা জেলার সাভারে নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার বখাটে বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার, আশুলিয়ার ও ধামরাই এলাকাতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, নির্যাতিতা নারী পোশাক শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকার রাকিব ও রাজুসহ আরও ৪ বন্ধু মিলে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করে নির্যাতিতার পরিবার।
পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, সাভারের তেতুলঝোড়া এলাকার রাহিম নামের এক যুবকের সাথে মুঠোফোনে ওই নারীর পরিচয় হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে ওই নারীকে বখাটে রহিম তাদের বাড়িতে বেড়ানোর কথা বলে এবং কোমল পানীয়ের মধ্যে নেশা জাতীয় খাবার দিয়ে তাকে অজ্ঞান করে। পরে রহিম তেতুলঝোড়া এলাকায় তার নিজ বাড়ির কক্ষে নিয়ে গেলে সেখানে আগে থেকেই তার আরও তিন বখাটে মিলে মেয়েটির হাত ও মুখ বেঁধে ফেলে। এক পর্যায়ে তারা পালাক্রমে তার উপর পাশবিক নির্যাতন শুরু করে। রাতভর নির্যাতন চালানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি সাভার থানায় জানালে পুলিশ ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রইসিস সেন্টারে ভর্তি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব