রাজধানীর খিলগাঁও থেকে অজ্ঞাত পরিচয় (২৬) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে নীল ফুল হাতা শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন।
তিনি জানান, দুস্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে গলা কেটে হত্যা করে পলিথিন ও তোষক দিয়ে পেচিয়ে উক্ত স্থানে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব