ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি রয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
পুলিশ জানায়, সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে রাস্তার পাশে কে কারা লাশটি ফেলে পালিয়ে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব