রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার ৩১টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি এ জামিন আবেদন করেন।
বরকত উল্লাহ বুলুর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে হরতাল অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এই মামলাগুলো দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব