গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের আইজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মান্নানের পক্ষে ল’ইয়ার সার্টিফিকেট প্রদানকারী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আবু হানিফের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর চিঠি এবং সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতি ও রেজিষ্ট্রার জেনারেলকে বিষয়টি অবহিত করার আদেশ দেয়া হয়েছে।
গাজীপুর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত নম্বর-২ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ