রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের দাম স্থিতিশীল রাখতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা ১১দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনকে। আজ দুপুরে সংগঠনের নগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি দেন।
১১ দফা দাবির মধ্যে আছে রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুঃসহ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার, ইফতার, তারাবীহ ও সেহেরীর সময় লোডশেডিং মুক্ত রাখা, গ্যাস-পানির সংকট নিরসন, দিনের বেলায় হোটেল-রেস্তোঁরা বন্ধ, মদ, জুয়া, গাঁজাসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, সিনেমা হল বন্ধ রাখা, দেয়ালে এবং জনপদে অশ্লিল-আপত্তিকর পোস্টার সাঁটানো বন্ধ করা, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিপনী বিতান ও অভিজাত শপিংমল সমূহে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান এবং ইভটিজিং বন্ধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা পালন করা।
বিডি প্রতিদিন/এ মজুমদার