চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন জঙ্গিবাদ নির্মূলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেছেন, মাদক, জঙ্গিবাদসহ অন্যান্য অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তবে পুলিশের একার পক্ষে মাদক, জঙ্গিবাদসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এতে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। আজ দুপুরে নগরীর লালদীঘি মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও মহানগর কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘কমিউনিটি পুলিশিং সপ্তাহ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহানগর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, উপস্থিত ছিলেন মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য। কমিউনিটি পুলিশিং সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি নগরীর লালদীঘি থেকে নিউমার্কেট মোড় হয়ে শহীদ মিনারে এসে র্যালিটি শেষ হয়। আগামী ২২ মে পর্যন্ত কমিউনিটি পুলিশিং সপ্তাহ চলবে।
সিএমপি কমিশনার বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নাটিকা প্রদর্শনী, নিরাপত্তা, পরামর্শ সম্বলিত লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করা হচ্ছে। এ সব কর্মসূচিতে নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং থানার বিট এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে মতবিনিময় ও মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার