পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এক কলেজ শিক্ষার্থী। আদালত অভিযোগ আমলে নিয়ে সিভিল সার্জনকে নির্যাতিত শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এ আদেশ দেন।
বাদীর আইনজীবী উৎপল বলেন, আনোয়ার হোসেন চট্টগ্রাম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ১২ মে আনোয়ার হোসেনের বড় ভাইয়ের রাজনৈতিক মামলার ওয়ারেন্ট তামিল করতে বাড়িতে যায় পুলিশ। এ সময় ওয়ারেন্টের বিষয়ে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ আনোয়ার হোসেনকে আটক করে থানায় এনে বেধড়ক মারধর করে আদালতে পাঠায়।
পরে ১৬ মে আদালত থেকে জামিন নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় আনোয়ার। এ ঘটনায় আনোয়ার বাদী হয়ে লোহাগাড়া থানার ওসি, ৩ এসআই ও তিন এএসআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৭/আরাফাত