আগামী অর্থবছরের (২০১৭-১৮) বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একইসঙ্গে স্থানীয় এমপিদের সাথে সমন্বয় করে লিভার সিরোসিস ও ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহায়তার জন্য দেওয়া সরকারি অনুদানের চেক বিতরণের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশ নেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমানসহ সংল্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে কমিটি সমাজসেবা অধিদপ্তরের শূণ্য পদগুলো জরুরিভিত্তিতে পূরণ করে পদোন্নতিযোগ্য পদে পদোন্নতি প্রদান করার সুপারিশ করা হয়। এছাড়া কমিটি অটিস্টিক শিশুদের জন্য সুনির্দিষ্ট ক্যারিকুলাম ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের সুপারিশ করে।