মুক্তিপণের দাবিতে অপহৃত তিন মাসের শিশু শিনকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারীকেও গ্রেফতার করে র্যাব। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ