প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় অগ্রণী ব্যাংকের বিকেলের শিফটের পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের এক সহকারী অধ্যাপক এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক জানান, সকালের শিফটের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় বিকেলের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/হিমেল