বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা চালু, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার স্বপ্ন ছিল মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার। অসমাপ্ত কাজ আপনি সমাপ্ত করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল