রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্যকুনিপাড়া এলাকা থেকে সুমি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর সাড়ে ৪টার দিকে কুনিপাড়া নূর ফার্মেসি গলির একটি বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
সুমি আক্তার মাদারীপুর কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামের গোলাম আকনের মেয়ে।
এলাকাবাসী পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে রংমিস্ত্রি জুনায়েদ ওরফে রাজনের সঙ্গে বিয়ে হয় সুমির। রাজন শুক্রবার সকালে কাজে গিয়ে ১২টার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখে সুমির ভাইকে জানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে সুমির মরদেহ উদ্ধার করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল