ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে এলাহী বক্স (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এলাহী বক্সের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
নিহত এলাহী বক্সের সহকর্মী বদরুজ্জমান জানান, ঢাবির কলা ভবনের ৬ তলায় কাজ করছিল এলাহী। হঠাৎ সেখান থেকে সে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৭/আরাফাত