বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে মো. জাহিদুল হাওলাদার নামে এক কিশোর। শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জাহিদুল হাওলাদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোবাড়িয়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে। সে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় একটি ফ্যান কারখানায় কাজ করতো।
জাহিদুলের বন্ধু আকাশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে দনিয়া এলাকার একদল কিশোর জাহিদুলের বন্ধু জুয়েলকে জোর করে তুলে নিতে গেলে সে বাধা দেয়। পরে ওই কিশোররা জাহিদুলের ওপর হামলা চালায়। পরে পলাশ নামে এক যুবক রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুলকে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৭/ফারজানা