বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর মালোপাড়াস্থ বিএনপির কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কার্যালয় থেকে সামনে যাবার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম মিলন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন। এসময় মহানগরীর চার থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৭/ আরাফাত