রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি কিছু 'ভুয়া' ফেসবুক অ্যাকাউন্ট থেকে বনানী ধর্ষণে ভুক্তভোগী ছাত্রীদের ছবি প্রকাশ করে অপপ্রচার চালানো হয়। আপত্তিকর বিভিন্ন মন্তব্য করা হয় ওই ছবিতে। এ নিয়ে তথ্য-প্রযুক্তি আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী এক ছাত্রী।
যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, যারা এমনটা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।
আব্দুল বাতেন বলেন, বনানীর ধর্ষণ মামলার দু'জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ সাফাতের ড্রাইভার বিল্লালের রিমান্ড শেষ হবে, তাকে আজ আদালতে হাজির করা হবে। অপরদিকে আগামীকাল দেহরক্ষী রহমতের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হবে। আরেক আসামি নাঈম আশরাফের রিমান্ড চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ