ভোটের রাজনীতি মাথায় রেখে ব্যাংক আমানতের ওপর শুল্ক প্রত্যাহার ও ভ্যাট পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সরকার ও বিরোধী দরীয় এমপিরা। সরকারি দলের এমপিরা বলেন, আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে। মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। মানুষ এ শুল্ক চায় না। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে, এটাও মাথায় রাখা প্রয়োজন। এছাড়া প্রায় সব সংসদ সদস্য বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিরোধী দলের সদস্যরা আমানতের ওপর শুল্ক প্রত্যাহারের পাশাপাশি ১৫ ভাগ ভ্যাট আরোপের প্রস্তাবও পুনর্বিবেচনা করার দাবি জানান। তবে তারা তামাকের ওপর আরো অধিক করারোপ করার দাবি জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বাজেট অধিবেশনের আজকের বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এমপিরা এসব দাবি জানান।
বাজেট আলোচনার ৪র্থ দিনে সরকারি দলের আব্দুল মান্নান, আ ফ ম রুহুল হক, আনোয়ারুল আজিম আনার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), ড. মো. শামসুল হক ভূঞা, বেগম সানজিদা খানম, সেলিনা জাহান লিটা, বেগম শিরীন নাঈম, বেগম কামরুন নাহার চৌধুরী, গাজী মো. আমজাদ হোসেন মিলন, জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির মোঃ ইয়াসিন আলী অংশ নেন।
বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, এ বাজেট অবশ্যই বাস্তবায়নযোগ্য এবং এ বাজেট বাংলাদেশকে দ্রুত উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রস্তাবিত বজেটে ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি কর প্রত্যাহারের প্রস্তাব এবং ১৫ ভাগ ভ্যাট আরোপের প্রস্তাব নিয়ে জনমনে হতাশা দেখা দিয়েছে। ব্যাংক আমানত নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। তারা এসব প্রস্তাব পুনর্বিবেচনা করার আহবান জানান।
বিরোধী দলের সদস্যরা ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি কর সহ ১৫ ভাগ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের পাশাপাশি আবাসন খাতকে রক্ষার স্বার্থে নির্মাণ সামগ্রির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার, করমুক্ত আয়সীমা ৩ লাখ করার প্রস্তাব করেন।
সরকারি দলের আবদুল মান্নান বলেন, ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি কর নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। অনেকে ব্যাংকে খোঁজ নিচ্ছেন আসলে কত রাখলে কত ফেরত পাওয়া যাবে। বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার করে এই সংশয় দূর করতে হবে। তিনি আরো বলেন, সাধারণ নাগরিকদের পাশাপাশি ব্যবসায়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদরাও আবগারি শুল্ক বাড়ানোর এ সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেছেন না। তারা বলছেন, শুল্ক বাড়লে লেনদেনের অবৈধ মাধ্যম উৎসাহিত হবে। প্রায় সব সংসদ সদস্য বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তবে চাঁদপুরের সরকার দলীয় এমপি শামসুল হক ভুঁইয়া আবগারি শুল্কের সমর্থন জানিয়ে বলেন, ব্যাংকে টাকা রাখে কারা? অনেকেই আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আমি এই শুল্ক সমর্থন করি। এটি অবাস্তব নয়। এটি করলে অকল্যাণ হবে না।
সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম রুহুল হক বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিশ্বমন্দার মধ্যেও দেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন করেছে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। দেশ মধ্যম আয়ের পথে এগিয়ে যাবে। তবে ব্যাংক জামানতের ওপর প্রস্তাবিত আবগারী শুল্ক জনমনে হতাশা তৈরী করেছে। এসময় তিনি চিকিৎসকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে বলেন, শুধু কারো অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের হাতকড়া পরিয়ে নেওয়া গ্রহণযোগ্য নয়। এটি নিয়ে বিশেষ চিন্তা করা প্রয়োজন।
আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য একেএম আবদুল আউয়াল (সাইদুর রহমান) বলেন, কৃষক, গ্রামের মহিলা এদের অ্যাকাউন্টে এখন এক লাখ টাকা থাকে। আমি যখন গ্রামে যাই তখন তারা বলে, তাদের অ্যাকাউন্টে এক-দুই লাখ টাকা আছে। এ অবস্থায় আবগারি শুল্ক বসালে প্রতিক্রিয়া হবে। নির্বাচনের পূর্বে এটা প্রত্যাহার করা উচিত। যেটাতে সাধারণ মানুষ ক্ষতিগস্থ হবে সেটা রাখার যুক্তি নেই। দেশে দারিদ্র নেই উল্লেখ করে তিনি বলেন, শুক্রবারে আপনি ভিক্ষুক খাওয়াতে চাইবেন ভিক্ষুক পাবেন না। এসময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, মাননীয় সদস্য, ভিক্ষুকরা এখন আগে খাবারের মেনু জিজ্ঞাসা করেন। এ সময় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
বিরোধী দল জাতীয় পার্টির আব্দুল মুনিম চৌধুরী বলেন, সাধারণ মানুষ মনে করে বাজেট মানে কর বৃদ্ধি, দাম বৃদ্ধি। এত ভ্যাট–ট্যাক্স আরোপের পরও প্রস্তাবিত বাজেটে জিডিপির ৫ শতাংশ ঘাটতি। তিনি শিশু খাদ্যের ওপর সম্পূরক শুল্ক না বাড়ানো, আমানতে আবগারি শুল্ক না বাড়ানো এবং সঞ্চয় পত্রে সুদের হার না কমানোর দাবি জানান। একইসঙ্গে তারা প্রাদেশিক সরকার গঠনের মাধ্যমে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে দেশের সমুন্নয়ন নিশ্চিতের দাবি জানান। সংরক্ষিত মহিলা আসনের সানজিদা খানম ই-কমার্স ও মেডিটেশন থেকে কর প্রত্যাহারের দাবি জানান।
সরকারি দলের এমপিরা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা, শিক্ষকদের জন্য বৈশাখী ভাতা প্রচলন, মডিটেশন থেকে ভ্যাট প্রত্যাহার, তামাক ও তামাক জাতীয় পণ্যের উপর আরও করারোপ আহবান জানান।
ওয়কার্স পার্টির মোঃ ইয়াসিন আলী, রেশনিং ব্যবস্থা চালু এবং এতে ক্ষেতমজুরদের অন্তর্ভুক্ত করা, গ্রাম ও শহরের উন্নয়ন বৈষম্য কমাতে জেলাভিত্তিক বাজেট পেশ, বেসরকারি শিক্ষকরা যাতে অবসরের এক বছরের মধ্যে তাদের অবসর ভাতা পান এজন্য বাজেটে বরাদ্দ রাখা, বিদ্যুৎবিহীন এলাকায় দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করার আহ্বান জানান।
শিরোনাম
- আরও ১৪ জেলায় নতুন ডিসি
- ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপ ফাঁস
- মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: মফিকুল হাসান তৃপ্তি
- ‘টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে’
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
ভ্যাট পুনর্বিবেচনার দাবি সংসদে
নিজস্ব প্রতিবেদক:
অনলাইন ভার্সন
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
১৯ ঘণ্টা আগে | জাতীয়
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
১৮ ঘণ্টা আগে | পাঁচফোড়ন