সিলেটের বিছনাকান্দি সীমান্তে কবরস্থান থেকে ১৬০০ পিস ভারতীয় স্যালাইন সেটের চালান উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে বিজিবি আটক করতে পারেনি। মঙ্গলবার সীমান্তের ১২৬৩ মেইন পিলারের ১ ও ২ সাব-পিলারের মধ্যবর্তী একটি কবরস্থান থেকে স্যালাইন সেটের চালানগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবি বিছনাকান্দি বিওপির নায়েব সুবেদার রবিউল হাসান বলেন, অভিযান চালিয়ে ওই কবরস্থানে থেকে ১৬০০ স্যালাইন সেটের চালান জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৭/আরাফাত