রাজধানীর বাড্ডা এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিপন নামের ১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাকে আটক করা হয়। আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে, সন্ধ্যায় বাড্ডার আদর্শনগরী এলাকার ৩৬০ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৭/হিমেল