জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
একইসঙ্গে এ মামলার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ফজলুল হকের করা লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
এর আগে, দুদকের দায়ের করা এ মামলাটি বাতিল চেয়ে গত ২১ মার্চ আবেদন করেন ফজলুল হক। তখন শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ফজলুল হক।
প্রসঙ্গত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদুক।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/মাহবুব