নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার বালু নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় সাক্কাত আলী (৪৫) নামে এক মাটি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন, আরো পাঁচ জন। নিহত সাক্কাত আলী রূপগঞ্জ সদর এলাকার আহাদ আলীর ছেলে।
সোমবার বেলা ১১টার দিকে ঘটে এ দুর্ঘটনা। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, ইছাপুরা এলাকার বালু নদীর এক পাশে মাটিবাহী ট্রলার থেকে মাটি নামাচ্ছিলেন মাটি শ্রমিকরা। এসময় বালুবাহী একটি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে মাটিবাহী ট্রলারের উপরের উঠিয়ে দেয়। এতে মাটিবাহী ট্রলারটি দুমড়ে-মুচড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলেই মাটিবাহী ট্রলারে থাকা শ্রমিক সাক্কাত আলী নিহত হন।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৭/হিমেল